কোটা আন্দোলনে সহিংসতায় যুক্তরাজ্যে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করেছে। সোমবার (২৯ জুলাই) ৫০০ গজ দূরত্বের ব্যবধানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময়ে ডাকা সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ জানান, সমাবেশ করার জন্য তাদের পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া ছিল।
বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতা, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ডেপুটি স্পিকার করলাইন নকস, পাউলটি হ্যামিলটন এমপি, স্টেইট মিনিস্টার জিম ম্যাক মোহন এমপি, এমা লয়েল বাক, এমপি ও আফজাল খান এমপি, রিচার্ড বার্গোয়েন এমপি, লি এন্ডারসন এমপি এসে সমাবেশের আয়োজকদের সাথে সাক্ষাৎ করেন বলে আয়োজকদের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেতৃবৃন্দ তাঁদের সাথে বাংলাদেশের চলমান ঘটনাবলি নিয়ে আলোচনা করেন এবং তাঁদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন ।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি, আলহাজ জালাল উদ্দিন, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।
অন্যদিকে দেশব্যাপী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সরকার পতনের এক দফার আন্দোলনের পক্ষে যুক্তরাজ্য বিএনপির সমাবেশ ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, অহিদ আহমদ, ব্যারিস্টার এম এ সালাম, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, তাজুল ইসলাম, আব্দুস সত্তার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, সেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহীন, খছরুজ্জামান খছরু, মওদুদ আহমদ, যুবদল সভাপতি রহিম উদ্দীন প্রমুখ।