পর্তুগালে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

পর্তুগালে দুর্বৃত্তের গুলিতে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মাহবুব আলম। দেশটির রাজধানী লিসবনের পার্শ্ববর্তী শহর আলমাদাতে স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে এ ঘটনাটি ঘটে।

পর্তুগালের পুলিশ সূত্র থেকে জানা যায়, নিহত ব্যক্তির শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে, এ ঘটনায় দুই ব্যাক্তি সন্দেহভাজন রয়েছে। তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিহত মাহবুব আলমের বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা ইউনিয়নে। তিনি পর্তুগালে আলমাদা শহরে একটি মুদি দোকানের ব্যবসা করতেন। তিনি দুই সন্তান এবং স্ত্রী নিয়ে পর্তুগালে বসবাস করতেন।

প্রবাসী মাহবুবের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। 

গত কিছুদিন ধরে দেটিতে থাকা অভিবাসীরা বিভিন্ন প্রকার ঘৃণমূলক অপরাধের শিকার হচ্ছেন এবং বিভিন্ন স্থানে তাদের ওপর শারীরিক হামলার খবর পাওয়া গেছে। গত ১০ জুন একটি পর্তুগিজ থিয়েটারে ও কট্টর পন্থিদের দ্বারা শারীরিক হামলার শিকার হন একজন অভিনেতা।