কুয়েতে প্রবাসী কর্মীদের জন্য নতুন নিয়ম আরোপ করেছে দেশটির সরকার। কুয়েত থেকে বাহিরে যেতে বা বিদেশ ভ্রমণের আগে প্রত্যেক প্রবাসীকে মালিক বা নিয়োগকর্তার অনুমতি নিতে হবে। অন্যথায় কুয়েতের বাহিরে যেতে পারবেন না কোনো প্রবাসী। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হবে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার সুরক্ষা এবং অভিবাসন নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই নতুন নিয়ম চালু করা হচ্ছে। কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ স্বাক্ষরিত মন্ত্রী পর্যায়ের নির্দেশনার মাধ্যমে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশ ত্যাগের আগে প্রতিটি প্রবাসী কর্মীর এক্সিট পারমিট নেওয়া বাধ্যতামূলক।
জনশক্তি বিষয়ক পাবলিক অথরিটি জানিয়েছে, পারমিটে কর্মীর ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ ও ব্যবহৃত পরিবহনের ধরন উল্লেখ করতে হবে। পুরো প্রক্রিয়াটি নির্ধারিত একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে সম্পন্ন করতে হবে, যাতে প্রশাসনিক সহজতা ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা যায়। তাই এই নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ। সূত্র: আরব টাইমস