ইতালি যাওয়ার পরদিনই বাংলাদেশি তরুণের মৃত্যু

ইতালির রোমে যাওয়ার একদিন পর মারা গেছেন ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২)। হঠাৎ মৃত্যুতে শোকাহত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি।

শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ থেকে বিমানে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। পরদিন (১৭ আগস্ট) বিকেলে রোমে পৌঁছান সোহাগ। সেদিন রাতে পরিচিতজনদের সঙ্গে সময় কাটানোর পর ভোর ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। 

সোহাগ দেওয়ানের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। সেই স্বপ্নপূরণে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেন  তিনি। একই বছরের ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয় ইতালিতে। পরবর্তী সময়ে ১৭ জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসের ভিসা অফিস, ভিএফএস গ্লোবালে জমা দেন ভিসার আবেদনপত্র। মাত্র ১০ দিনের মধ্যে, ২৮ জুলাই হাতে পান ইতালির ভিসা। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তার গলায় ঠান্ডাজনিত টনসিল ছিল। দীর্ঘ বিমান ভ্রমণ, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও ঠান্ডার কারণে টনসিল ব্রাস্ট হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সন্তানের আকস্মিক মৃত্যু ও ইতালি পাঠাতে ব্যয় করা বিপুল অর্থ নিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার স্বজনরা।