আমিরাতে ৬৬ কোটির লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ শহরে বসবাসকারী এক প্রবাসী বাংলাদেশি ট্যাক্সিচালক বিগ টিকিট আবুধাবি লটারিতে বিশাল অঙ্কের অর্থ জিতেছেন। তাঁর জেতা পুরস্কারের পরিমাণ ২ কোটি দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ৩৪ লাখ টাকা।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৩ অক্টোবর) 'বিগ টিকিট আবুধাবির র‍্যাফল ড্র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ভাগ্যবান ওই বাংলাদেশির নাম হারুন সরদার নূর নবী সরদার। ৪৪ বছর বয়সী হারুনের বিজয়ী টিকিট নম্বর হলো ০৩৫৩৫০। পেশায় ট্যাক্সিচালক হারুন গত ১৪ সেপ্টেম্বর এই লটারির টিকিটটি কিনেছিলেন।

শুক্রবার (৩ অক্টোবর) র‍্যাফল ড্র চলাকালে অনুষ্ঠানের উপস্থাপক রিচার্ড ও বোচরা হারুনকে ফোন করে সুখবরটি দেন। আকস্মিক এই খবরে হারুন প্রথমে চমকে যান এবং উত্তরে কেবল ঠিক আছে, ঠিক আছে বলে নিজের অনুভূতি প্রকাশ করেন।

খালিজ টাইমস জানিয়েছে, হারুন সরদার এই পুরো অর্থ একা পাবেন না। তিনি মোট ১১ জনের একটি গ্রুপের জন্য এই লটারি কিনেছিলেন। ফলে পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ করে দেওয়া হবে। হারুন ২০০৯ সাল থেকে আরব আমিরাতে বসবাস করছেন এবং তাঁর পরিবার বাংলাদেশে থাকে। একদিন না একদিন জিতবেন এই আশায় তিনি প্রতি মাসেই বিগ টিকিটের লটারি কিনে থাকেন।

হারুন ছাড়া আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি এই লটারিতে পুরস্কার জিতেছেন

আলী হুসাইন আলী নামে আরও একজন প্রবাসী বাংলাদেশি লটারি কিনে ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ ৫৮ হাজার টাকা) জিতেছেন।

'স্পিন দ্য হুইল' জিতে দেড় লাখ দিরহাম (৪৯ লাখ ৭৫ হাজার টাকা) করে পাবেন এমন চারজন বিজয়ীর মধ্যে বাংলাদেশি জাজরুল ইসলাম ফকির আহমেদ রয়েছেন। আল-আইন শহরে বসবাসকারী এই প্রবাসীও ১০ জনের সঙ্গে পুরস্কারের অর্থ ভাগ করে নেবেন।

এছাড়া, আরেক বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি ‘রেঞ্জ রোভার ভেলার’ গাড়ি জিতেছেন। তিনিও শারজাহ শহরে বসবাস করেন।