মালদ্বীপে প্রবাসী সাংবাদিকদের সাথে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতাদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে রাজধানী মালের ‘মতীয়া মহল’ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন দেশটিতে অবস্থানরত দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক নেতারা।
এ মতবিনিময় সভায় বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা: এইচ এম সোহেল প্রবাসী সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং শত ব্যস্ততার মাঝেও প্রবাসে থেকে জীবনযুদ্ধে প্রবাসীদের পাশের দাঁড়ানোর জন্য সাংবাদিকদেরকে আন্তরিক অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ২৪ প্রতিনিধি এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক বাংলা টিভি ও ঢাকা জার্নাল প্রতিনিধি সোহেল রানা, সহ-সভাপতি ও ওয়ান বিডি নিউজের প্রতিনিধি রবিউল আলম এবং প্রচার সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোহাম্মদ আল আমিন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ডা: এইচ এম সোহেল ও সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক মো: মাসুদুল ইসলাম প্রমুখ।
আলোচনা পর্বে বক্তারা প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণ, তাই তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব। একইসাথে প্রবাসীদের জীবনমান উন্নয়ন, শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধি, মালদ্বীপে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর জন্য সরকারের পাশাপাশি বাংলাদেশী কমিউনিটি ও হাইকমিশনকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
এছাড়াও বক্তারা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, শ্রম ও সাংস্কৃতিক অঙ্গনে সহযোগিতা আরো জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা উল্লেখ করেন, গণমাধ্যম প্রবাসীদের সমস্যা ও সাফল্যের গল্প তুলে ধরে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় অংশগ্রহণকারীরা প্রবাসীদের অধিকার সুরক্ষা, সামাজিক ঐক্য ও পারস্পরিক সহায়তার মনোভাবকে জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।