রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় একটি বাসা থেকে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সামিয়া আক্তার দিয়া (১৫)।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন।
সামিয়া আক্তার দিয়া ছিলেন কুমিল্লার চান্দিনা উপজেলার জরুমডা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সামিয়ার ভাই নাজমুল জানান, সন্ধ্যার পর সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখেন বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারে ওড়না পেঁচিয়ে ঝুলে আছে সে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক জানান, সামিয়া আগেই মারা গেছে।
তিনি আরও জানান, এক ছেলের সঙ্গে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি আমরা জানার পর তাকে বকাঝকা করা হয়। একই সময়ে মোবাইলে ওই ছেলের সঙ্গেও তার ঝামেলা চলছিল। আমাদের ধারণা, এসব ঘটনার চাপেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছিল।