মোহাম্মদপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার: পাশে চিরকুট, ‘কেউ দায়ী নয়’

রাজধানীর মোহাম্মদপুরে তরিকুল ইসলাম রুপম (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

‎সোমবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় মোহাম্মদপুরের আজিজ মহল্লার ১৩/৮ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং আমি ঋণী।’

‎স্থানীয়রা জানান, দুপুরে তার সঙ্গে থাকা রুমের সদস্যরা বাসায় খাবার খেতে এসে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা খুলতে কয়েকবার নক করলেও কেউ দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পরে বাড়ির অন্যান্য বাসিন্দারা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। 

‎ফ্ল্যাটের বাসিন্দা মো. আজম রহমতুল্লাহ শাফি বলেন, দুপুর দেড়টার দিকে আমি বাসায় আসি। অনেক ডাকাডাকি করলেও গেট খুলছিল না। পরবর্তীতে ম্যানেজারসহ আশেপাশের লোকজনকে ডাকি। তারা এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে দরজা ভেঙে খোলা হয়।

তিনি আরও বলেন, গভীর রাতে শুনতাম তিনি কান্না করতেন। এছাড়া মাঝে মধ্যে ফোনে চিল্লাচিল্লি করতেন শুনতাম। এর বাইরে কিছু জানি না।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আমরা মরদেহ উদ্ধার করেছি। ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছিলাম। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।