রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর ভাটারায় একটি ভবনের শয়নকক্ষ থেকে আপন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আপন ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত আপন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মাহাবুব মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে ভাটারা থানাধীন ১১৪ নম্বর বিসমিল্লাহ রোডের ওই আটতলা ভবনের ছয়তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্বজনরা জানান, সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে আপন নিজের কক্ষে দরজা বন্ধ করে ঘুমাতে যান। দীর্ঘ সময় ধরে কোনো সাড়া–শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় পুলিশে খবর দেন। পরে ভাটারা থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আপনকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। 

সেখানে থেকে দ্রুত উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আপনের ফুফাতো ভাই সাজিদ বলেন, ‘আজ (সোমবার) দুপুরে আপন ঘুমাতে যায়। অনেকক্ষণ দরজা না খুললে আমরা পুলিশে খবর দেই। পুলিশ দরজা ভেঙে দেখে সে অচেতন। পরে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। কিভাবে হঠাৎ মারা গেল—আমাদের কোনো ধারণা নেই। এখন চোখের পানি ফেলা ছাড়া আর কিছু বলার নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘চিকিৎসকের বরাত দিয়ে তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ভাটারা থানা–পুলিশকে জানানো হয়েছে।’