হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়াতে মানুষের ঢল

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নিতে ইচ্ছুক মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

জানাজায় অংশ নিতে নেত্রকোনা থেকে আসা কলেজ শিক্ষার্থী রনি আহমদ খবর সংযোগকে বলেন, ‘হাদি ভাই ছিলেন বাংলাদেশের কণ্ঠস্বর এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক। তার জানাজায় অংশ নিতে না পারলে নিজের মধ্যে অপরাধবোধ কাজ করত, তাই অনেক কষ্ট করে ঢাকা এসেছি।’

চট্টগ্রাম থেকে আসা মো. ইমরান হোসেন খবর সংযোগকে তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন। মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুন।’ নোয়াখালী থেকে আসা জীবন ইসলাম হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার আগে মুসল্লিদের দক্ষিণ প্লাজার মাঠে জোহরের নামাজ আদায় করতে দেখা গেছে। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।