কুয়াশাচ্ছন্ন সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

সারাদেশে বয়ে চলা শৈত্যপ্রবাহের মধ্যে তীব্র শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঢাকার বায়ু দূষণ। শুষ্ক আবহাওয়া ও কুয়াশাচ্ছন্ন পরিস্থিতির কারণে মেগাসিটি ঢাকার বাতাসের মান ফের ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিশ্বব্যাপী বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে দূষিত শহরের তালিকায় ১৬৬ স্কোর নিয়ে ৯ম অবস্থানে রয়েছে ঢাকা।

শনিবার সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (AQI) রেকর্ড করা হয়েছে ১৬৬। বাতাসের এই মান মূলত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। শুষ্ক মৌসুমে ধূলিকণা ও যানবাহন থেকে নির্গত ধোঁয়ার কারণে প্রতি বছর এই সময়ে ঢাকার দূষণ আশঙ্কাজনক হারে বেড়ে যায়।

আজকের তালিকায় ৪৪৮ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ভারতের রাজধানী দিল্লি ৪০৬ স্কোর নিয়ে দ্বিতীয় ও ২১১ স্কোর নিয়ে কলকাতা তৃতীয় অবস্থানে রয়েছে। কুয়েত সিটি ১৭৭ স্কোর নিয়ে চতুর্থ এবং ১৭২ স্কোর  নিয়ে ইরানের তেহেরান রয়েছে পঞ্চম স্থানে।

বায়ুমান বিশেষজ্ঞরা জানান, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর (শিশু, বৃদ্ধ ও অসুস্থ) জন্য অস্বাস্থ্যকর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর উপরে গেলে তাকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে গণ্য করা হয়। বর্তমান পরিস্থিতিতে মাস্ক ব্যবহার ও ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।