দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিশ্বের বিভিন্ন মেগাসিটিতে বায়ুদূষণ ভয়াবহ রূপ নিলেও দীর্ঘ সময় ধরে এই তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা। মাঝে কিছুটা উন্নতি দেখা গেলেও সম্প্রতি রাজধানীর বায়ুমানে আবারও অবনতি লক্ষ্য করা গেছে।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্য অনুযায়ী রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ২২৩ একিউআই (AQI) স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা। এই স্কোরকে জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

একই সময়ে ৪৭৩ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। তালিকায় ২১৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া পাকিস্তানের লাহোর (১৮০ স্কোর) চতুর্থ এবং করাচি (১৭৯ স্কোর) পঞ্চম অবস্থানে রয়েছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়। সূচক ৩০১ অতিক্রম করলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশেষজ্ঞরা বলছেন, শীত মৌসুমে বৃষ্টির অভাব ও শুষ্ক আবহাওয়ার কারণে ধূলিকণা বেড়ে যাওয়ায় ঢাকার বাতাসের মান দ্রুত অবনতি ঘটছে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।