সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন বিভিন্ন জেলা থেকে লাখো বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণির মানুষ। রাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় জমাতে শুরু করেন শোকাহত নেতাকর্মীরা। বিশেষ করে জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার হাসপাতাল, গুলশান কার্যালয় এবং ফিরোজার সামনে বিএনপি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম জিয়ার জানাজা। এ উপলক্ষে দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে এবং প্রস্তুতি চলছে।
বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা আয়োজনকে ঘিরে বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছেন। জানাজায় বিপুল জনসমাগম সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করতে দলের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন।
জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করেন। অনেকেই রাতভর সংসদ ভবন এলাকায় অবস্থান নেন। শোকসভায় যোগ দিতে উপস্থিত থাকার জন্য হাজারো মানুষের আগমন ঘটেছে।
এদিকে, জানাজা অনুষ্ঠানে যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে, তার জন্য পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সংসদ ভবন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চেকপোস্ট ও সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিদেশী প্রতিনিধিরাও ঢাকায় আসছেন। ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা জানাজার অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। তিনি মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।