স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় আরও এক শুটার গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির (৪৪) হত্যা মামলার অন্যতম আসামি ও শুটার রহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুছাব্বির হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুটার রহিমের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে দিনেদুপুরে গুলি করে হত্যা করা হয় মুছাব্বিরকে। এই ঘটনায় পরদিন ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলায় এর আগেও তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত ১০ জানুয়ারি রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজকে (৩২) গ্রেপ্তার করা হয়েছিল। শুটার রহিম গ্রেপ্তারের মাধ্যমে এই হত্যাকাণ্ডের জট আরও খুলবে বলে আশা করছে পুলিশ। বর্তমানে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।