বাড্ডায় ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

রাজধানীর বাড্ডা এলাকার একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুবীর বিশ্বাস (৩০) নামে ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের ক্যাশ অফিসার ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে বাড্ডার একতা সোসাইটিতে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসাইন বলেন, বিকালে আমরা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে ওই বাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে ব্যাংক কর্মকর্তা এমনটি করেছেন তার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিহতের মামাতো ভাই নির্মল বারৈই বলেন, ‘সুবীর সিদ্ধিরগঞ্জ উপজেলার সোনা মিয়া মার্কেটের জনতা ব্যাংক শাখার  ক্যাশ অফিসার ছিলেন। ওই এলাকায় থাকতেন। সম্প্রতি বাড্ডার একতা সোসাইটিতে বসবাস করা বোনের বাসায় বেড়াতে যান সুবীর। শুক্রবার বিকালে সবার অগোচরে তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন।’

কি কারণে সুবীর এমনটি করেছে সে সম্পর্কে কিছুই জানতে পারেননি তিনি। 

মাদারীপুরের রাজৈর উপজেলার বাউনগাতী গ্রামের সচিন বিশ্বাসের ছেলে সুবীর। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়।