যাত্রীর শিশু সন্তানকে নিয়ে রিকশাচালক উধাও

ছেলে হিসান রহমানের পানির পিপাসা পেয়েছিল। তাই রিকশায় রেখে দোকানে গিয়েছিলেন পানি আনতে। আর এই ফাঁকেই প্রায় তিন বছরের ছেলেকে নিয়ে পালিয়ে যান রিকশাচালক।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মুগদা এলাকায় ঘটনাটি ঘটে।

এ নিয়ে থানায় জিডি করেছেন শিশুটির মা সুমাইয়া আক্তার। 

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

ওসি জানিয়েছেন, এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

শিশুটির মা সুমাইয়ার ভাষ্য, মেডিকেল চেকআপের জন্য গিয়েছিলেন মুগদা হাসপাতালে। সঙ্গে নিয়ে যান ছেলেকেও।

পরে হাসপাতাল থেকে ফিরছিলেন রিকশায় করে। তখনই পানি পিপাসা পাওয়ার কথা জানায় তার ছেলে।

তখন তাকে নিয়ে পানি আনতে চাইলে নামেনি। এসময় দায়িত্ব নিয়ে চালকও রিকশায় রেখে যাওয়ার কথা বলেন।

পরে রিকশায় রেখেই পানি কিনে আনতে দোকানে যান। কিন্তু ফিরে এসে আর রিকশা ও ছেলেকে পাননি তিনি।

এ বিষয়ে মুগদা থানার ওসি ইমদাদুল ইসলাম বলেন, এ নিয়ে তাদের কয়েকটি টিম কাজ করছে।

তারা আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে ছবি সংগ্রহের চেষ্টা করছেন বলেও ওসি।