ঢাকায় বায়ুদুষণের মাত্রা কিছুটা কমেছে। ফলে শীর্ষস্থান থেকে বিশ্বের শহরগুলোর তালিকার পঞ্চম স্থানে নেমেছে শহরটি।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া নয়টার দিকে ঢাকার স্কোর কমে ১৯১ স্কোরে নেমে এসে। ওই সময় ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়স্থানে। যদিও সাড়ে ৯ টার পর এই স্কোর আরও কমে আসে। এসময় ১৮৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে নেমে আসে। যদিও এই স্কোরও বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’ গণ্য করা হয়।
বিশ্বের শহরগুলোর বায়ুদূষণের মাত্রার তথ্য জানায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। সংস্থাটির পর্যবেক্ষণ থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকার বায়ুদুষণের অবস্থান জানা গেছে।
এদিকে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৯ টায় সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, বায়ুদুষণের মান ঢাকার মতোই ছিল ভারতের দিল্লির। তবে দিল্লি তালিকায় তৃতীয় অবস্থানে ছিল।
তবে সকাল সাড়ে ৯ টার পর দিল্লি তালিকার শীর্ষে উঠে যায়। এই সময় সেখানকার বায়ুদূষণের মান দাঁড়ায় ২১১ স্কোর।
আর পাকিস্তানের লাহোর ১৯৫ স্কোর নিয়ে বায়ুদূষণে শীর্ষে অবস্থানে থাকলেও সাড়ে ৯টার পর তালিকার নবম স্থানে নেমে আসে। এসময় বায়ুদুষণের মান দেখায় ১৬৮।
এছাড়াও সবশেষ তথ্যানুযায়ী, ভারতের কোলকাতা আছে ১৬৮ স্কোর নিয়ে ৮ম স্থানে। বেইজিং ১৬৭ স্কোর নিয়ে তালিকার ১০ তম স্থানে। কুয়েত সিটি ১৭৫ স্কোর নিয়ে ছষ্ঠ স্থানে রয়েছে। আর আফগানিস্থানের কাবুল ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে।
বায়ু দূষণে কমছে আয়ু
সাম্প্রতিক সময়ে নিয়মিতভাবেই বায়ুদূষণের তালিকায় উপরের দিকেই থাকছে ঢাকা। ফলে বায়ুদূষণে এখানকার নানা শারীরিক সমস্যায় পড়ছেন নগরবাসী। বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের স্থানীয় উৎসগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না।
ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস- যানবাহন ও কলকারখানার দূষিত ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, বিভিন্ন দ্রব্য পোড়ানোর কারণে সৃষ্টি ধোঁয়া, ইটভাটা ইত্যাদি।