রাজধানীতে পুলিশের কার্যক্রম মনিটরিংয়ে ২১০০ সিসি ক্যামেরা

রাজধানীতে পুলিশের কার্যক্রম মনিটরিং করতে ২১০০ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গুলশান থানা ভবনের চার তলায় অবস্থিত কন্ট্রোলরুম থেকে ২৪ ঘণ্টা ক্যামেরাগুলো মনিটরিং করা হচ্ছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে এ কন্ট্রোলরুম পরিদর্শন করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধীর গতিবিধি লক্ষ্য করা, জননিরাপত্তা নিশ্চিত ও পুলিশি কার্যক্রমকে মনিটরিং করা হয় এসব ক্যামেরার মাধ্যমে। এগুলো গুলশান, বনানী, বারিধারা, খিলক্ষেত, বিমানবন্দর, কারওয়ান বাজার, গাবতলীসহ গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে।