বেইলি রোডে আগুন

স্ত্রী ও শিশুসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ শনাক্ত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে আগুনে পুড়ে বাবা, মা ও শিশুসহ কক্সবাজারের এক পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে গিয়ে ওই তিনজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

নিহত কাস্টমস কর্মকর্তার শ্বশুর মোক্তার হোসেন হেলালী বলেন, আমার মেয়ের জামাই দুদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজার যাওয়ার জন্য ঢাকায় আসে এবং গ্রিন লাইন বাসের টিকিটও কাটে। ঢাকায় আসার পর পুরো ফ্যামিলি নিয়ে কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে যায়।

তার বড় ভাই শাহজাহান সাজু বলেন, আমার ভাইয়ের শ্বশুর ও কাস্টমস অফিসের কর্মকর্তারা মরদেহ শনাক্ত করতে পেরেছেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া তিনজনের মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ তিনজন মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে বেইলি রোডের ওই বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৬ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।