ফাঁকা ঢাকা, ভিড় স্টেশনে

রাজধানীর ঢাকার রাস্তা এখন অনেকটাই ফাঁকা। তবে ঘরমুখো মানুষদের জন্য স্টেশনগুলোতে দেখা যাচ্ছে উপচেপড়া ভিড়।

গত কয়েকদিনে রাজধানী ছেড়ে মানুষজন চলে যাওয়ায় ফাঁকা হয়ে গেছে ঢাকা। তবে এবারের ঈদে মানুষ ঢাকা ছাড়ছে অন্যান্য বারের চেয়ে কিছুটা বেশি। কারণ লম্বা ছুটি।

রাজধানীতে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকেই মানুষজন বাড়ির উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করে। শুক্রবার (৫ এপ্রিল) বহু মানুষ ঢাকা ছেড়েছেন। তবে শনিবার থেকে পুরোদমে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটগুলোতে ভিড় বেড়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে রাজধানীর গুলিস্তান, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, মহাখালী বাস টার্মিনাল, সরদঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে রেলস্টেশনে ছিল ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড়। রাজধানীতে লাখ লাখ কর্মজীবী এবং শিক্ষার্থীর অস্থায়ী বসবাস। পাশাপাশি বিভিন্ন কাজে মানুষের আসা-যাওয়া নিত্যদিনের। ফলে বছরে দুটি ঈদের জন্য মুখিয়ে থাকেন সবাই। এবারও তার ব্যতিক্রম হয়নি।

রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ পথ যাত্রাবাড়ী। ৫ দিক থেকে ৫টি সড়ক মিলেছে এই এক মোড়ে। জনসাধারণকে ঢাকা থেকে নরসিংদী হয়ে সিলেট বিভাগে, নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা বা চট্টগ্রাম বিভাগে এবং পদ্মাসেতু হয়ে দক্ষিণবঙ্গে যেতে হলে ব্যবহার করতে হয় এ মোড়। অতিগুরুত্বপূর্ণ এ মোড়ে এসে মিলেছে যে কয়টি সড়ক, তার সবগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

ফাঁকা ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা অপ্রতাশিত নয়। বাসাবাড়ি থেকে শুরু করে স্বর্ণের দোকান ও আর্থিক প্রতিষ্ঠানে চুরির ঘটনা বেশি ঘটে। মহানগর পুলিশ বলছে, এবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বৈঠক হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে। দেওয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা।