বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা

বাংলা নববর্ষ উদযাপনে বরাবরের মতো এবারও শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মঙ্গল শোভাযাত্রার এ বছরের প্রতিপাদ্য ‘আমরা তো তিমির বিনাশী’।  

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে। অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম।

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা

শনিবার মঙ্গল শোভাযাত্রা কর্তৃপক্ষ জানিয়েছে, এই শোভাযাত্রায় কোনও বাণিজ্যিক প্রচারণা করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটটি বন্ধ রাখা হবে।

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা

আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে মঙ্গল শোভাযাত্রা

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও রকম ভুভুজেলা বাঁশী বাজানো ও বিক্রয় করা যাবে না।