রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা শিশু হাসাপাতালের একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রথমে উপস্থিত হওয়া দু’টি ইউনিট আগুন নেভাতে আরা সহায়তা চায়। এরপরই আরো তিনটি ইউনিট শিশু হাসপাতালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক সঙ্গে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, হাসপাতালের কার্ডিওলজি ওয়ার্ডে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।