সকাল থেকেই এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী শিক্ষার্থী ও সাথে তাদের অভিভাবকদের আনাগোনা ছিল রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে। কোনো কোনো অভিভাবককে দেখা গেল ফল প্রত্যাশী শিক্ষার্থীকে সাথে নিয়ে মলিন মুখে বসে আছেন। আবার অনেকের চোখে পানির ফোটাও ছিল। কিন্তু যখনই ফল প্রকাশ পেল তখনই মুহূর্তেই পাল্টে গেল রাজউক কলেজের দৃশ্যপট।
শিক্ষার্থীরা চিৎকার করে আনন্দ-উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে গেল। অভিভাবকদের মলিন মুখে ফুটে উঠল গোলাপের সুভাস মাখা হাসি। রোববার (১২ মে) প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেখা যায়, রাজউক উত্তরা মডেল কলেজ থেকে ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৫৮ জন।
বিজ্ঞান বিভাগ থেকে ৭২১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭০৮জন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের ৫৯ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫০ জন। কলেজের মোট পাশের হার শতভাগ এবং প্রাপ্ত জিপিএ-৫ শতকরা হার ৯৭.১৮ ভাগ।
জিপিএ-৫ পাওয়া রাজউকের শিক্ষার্থী নুসরাত জাহান দৈনিক খবর সংযোগকে বলেন, খুব ভালো লাগছে। যে ফলাফল আশা করেছিলাম আলহামদুলিল্লাহ তাই পেয়েছি।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জিসান মোশাররফ দৈনিক খবর সংযোগকে বলেন, এমন ফলাফল প্রত্যাশা করেছিলাম। আমার বাবা-মা আমাকে জিপিএ-৫ পেতেই হবে এমন করে কখনো চাপ প্রয়োগ করতেন না। শুধু বলতেন, তোমার যতটুকু সাধ্য আছে তা দিয়ে ভালো ফলাফলের চেষ্টা করো।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী দারদা নবী ঋষভের মা লাবনী তার সন্তানের ভালো ফলাফলের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দৈনিক খবর সংযোগকে বলেন, আলহামদুলিল্লাহ ওর এতো দিনের কষ্ট সফল হয়েছে।
আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করতে গিয়ে রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ এ এস এম বাহাউদ্দিন কলেজের ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কলেজ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।