রাজধানীতে ১২ দিনে সাড়ে ১৩ হাজার ডায়রিয়া রোগী ভর্তি

রাজধানী ঢাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। গত কয়েকদিনে মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর,বি) হাসপাতালে শিশুসহ বিভিন্ন বয়সের রেকর্ডসংখ্যক রোগী ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বি কর্তৃপক্ষ বলছে, গত ১২ দিনে হাসপাতালটিতে ১৩ হাজার ৫৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম গণমাধ্যমকে জানান, গত ২৯ মে থেকে রোগী বাড়ছিল। পুরো ঢাকা থেকেই রোগী এসেছে। এদের মধ্যে বাড্ডা, কাফরুল ও মিরপুরের রোগী বেশি ছিল। কী কারণে ওইসব এলাকা থেকে রোগী বেশি এসেছে সেটা এখনই বলা যাবে না। এটা গবেষণার ব্যাপার।

এ হাসপাতালের তথ্যে দেখা গেছে, গত ২৮ মের পর থেকে মঙ্গলবার পর্যন্ত ১৩ হাজার ৫৩১ জন রোগী ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। ২৮ মে ৫১৫ জন রোগী ভর্তি হয়েছিল কলেরা হাসপাতালে। পরদিন থেকেই রোগী বাড়তে থাকে। এরমধ্যে ১ জুন সবচেয়ে বেশি ১৩৩০ জন রোগী আসে এই হাসপাতালে। পরের চার দিনও তা ছিল হাজারের বেশি।