আবারও সাদিক এগ্রোতে দুদকের হানা, ৬টি ব্রাহামা গরু জব্দ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক এগ্রোর মোহাম্মদপুর এলাকায় আরেকটি খামারে আমদানি নিষিদ্ধ ব্রাহমা জাতের গরুর সন্ধানে অভিযান চালিয়ে ৬টি ব্রাহামা গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গোপন সংবাদের ভিত্তিতে আমদানি নিষিদ্ধ ৬টি ব্রাহামা জাতের গরু উদ্ধারে এই অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। জব্দকৃত প্রতিটি গরু কোটি টাকা মূল্যের বলে জানিয়েছে দুদকের একটি সূত্র।

বুধবার (৩ জুলাই ) দুপুরে দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন নবী নগর এলাকার ১৫ নম্বর রোডে সাদিক এগ্রোর একটি খামারে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন  ঢাকা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

জানা যায়, ২০২১ সালে ফ্রিজিয়ান গরু বলে ব্রাহমা জাতের গরুগুলো আমদানি করা হয়। পরে বিমানবন্দর কাস্টমস তা জব্দ করে প্রাণি সম্পদ অধিদফতরকে তত্ত্বাবধানের জন্য হস্তান্তর করে। সেই গরু সাদিক অ্যাগ্রো অবৈধ প্রভাব খাটিয়ে আবারও এনে বিক্রি করে। এর আগে প্রাণী সম্পদ অধিদপ্তর গরুগুলো ২৮০ টাকা দরে মাংস বিক্রি করার শর্তে নিলামে দিয়েছিল। অভিযানে সাদিক এগ্রোর মালিক বা ম্যানেজার কাউকেই পায়নি দুদকের এনফোর্সমেন্ট টিম। খামারের এক শ্রমিক বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে গরুগুলোকে সেখানে আনা হয়েছিল।

এর আগে গত সোমবার দুদকের সহকারী পরিচালক আবুল কালামের নেতৃত্বে তিনটি টিম সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার এবং সাদিক অ্যাগ্রোর সাভার, মোহাম্মদপুর ও নরসিংদীতে অবস্থিত ফার্মে দিনভর অভিযান চালায়। অভিযানে সাভারে সাদিক অ্যাগ্রোর একটি শেডে ৫টি ব্রাহমা প্রজাতির গরু ও ৭টি বাছুরের সন্ধান পায়। পরে মঙ্গলবার বিমানবন্দর কাস্টমসেও অভিযান চালায় দুদক।