রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ের সব ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কমলাপুরে ৬৬ জোড়া ট্রেনের মধ্যে ছাড়ছে মাত্র ১৭ জোড়া।
শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছে। তারা জানে না কখন ট্রেন ছাড়বে। ট্রেনের কর্মকর্তা ছাড়ার সঠিক সময়ও জানাতে পারছেন না।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার শেষে ট্রেন চলাচল শুরু হয় দুপুর ১২টার পর থেকে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।