আবারও ব্যাটারিচালিত রিকশা চালকদের সড়ক অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি চেয়ে শাহবাগ, মোহাম্মদপুর, জাতীয় প্রেসক্লাব ও যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করছেন চালকরা। এ সময় শত শত রিকশা চালক বিভিন্ন শ্লোগান দেন।

সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা গেছে। অবরোধে বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়ায় বেড়েছে জনদুর্ভোগ।

রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে শাহবাগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা।

মোহাম্মদপুরে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় এই আন্দোলন। বেড়িবাঁধ সড়ক ও তিন রাস্তার মোড়ে কয়েকশ’ রিকশা চালক অবস্থান নিয়েছেন। এতে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। ফলে অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তারা পড়েছেন বিপাকে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশের পর বুধবার (২০ নভেম্বর) থেকেই আন্দোলনে নেমেছেন চালকরা। 

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজধানীর প্রায় প্রতিটি পয়েন্টে অবস্থান নিয়ে আন্দোলন করে ব্যাটারিচালিত রিকশা চালকরা। শনিবার (২৩ নভেম্বর) তারা  বিআরটিএ থেকে লাইসেন্স দেওয়াসহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন।