রাজধানী ডেমরায় ন্যাশনাল মেডিকেলে কলেজ হাসপাতালে এক শিক্ষার্থী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা একত্রিত হয়ে ডেমরার ড. মাহবুবুর রহমান কলেজের ছাত্রদের ওপর হামলা চালায়, কলেজের ভাবনে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসময় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা কিছুটা পিছু হটে পাশের গ্রামে আশ্রয় নেয়। তবে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে, রোববার (২৪ নভেম্বর) পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ত্রি-পক্ষীয় সংঘর্ষ হয়। এতে ওই হাসপাতালসহ কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে বহিরাগতদের হামলা ও ভাঙচুর করা হয়। হামলা থেকে গাড়ি, শ্রেণীকক্ষ, অফিস কোনোকিছুই।
পরীক্ষা চলাকালে ব্যাপক ভাঙচুর ও হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা পুরো পরীক্ষা শেষ করতে পারেননি। এ সময় বেশ কজন শিক্ষার্থীও আহত হন।