ট্রেইনি চিকিৎসকদের আবারও শাহবাগ অবরোধ

ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে আবারো অবরোধ করেছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ ও সমাবেশ করে আন্দোলনকারীরা । ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে এ সমাবেশে যোগ দেন বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

‘দাবি মোদের একটাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘চিকিৎসকদের দাবি মানতে হবে, মেনে নাও’, ‘ঐক্য ঐক্য, চিকিৎসকদের ঐক্য’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’– ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

আন্দোলনরত চিকিৎসকদের একজন মোহাম্মদ তানভীর রহমান দীপ গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের দাবি ছিল ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল সুযোগ-সুবিধাসহ নবম গ্রেড দেবে। কিন্তু তা দেওয়া হয়নি।’

ট্রেইনি চিকিৎসকদের  অবরোধের কারণে বেশ কয়েক ঘণ্টার জন্য ঢাকার গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান বলেছেন, ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক নেই। ডাইভারশন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

দফায় দফায় আন্দোলনে ২০ হাজারের ভাতা প্রথমে ২৫ এরপর গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ৩০ হাজার টাকা বেতন ভাতা করে প্রজ্ঞাপন দেয় সরকার। সেটি প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের কর্মসূচি পালন করছে ট্রেইনি চিকিৎসকরা।