ঢাকার বায়ু আজও ‘খুবই অস্বাস্থ্যকর’

বায়ু দূষণের তালিকায় নিজের অবস্থার উন্নতি করতে পারছে না ঢাকা। শুক্রবারেও (১৭ জানুয়ারি) বায়ু দূষণে দূষিত শহরের তালিকায় শীর্ষস্থানে থাকা ঢাকার বায়ু ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। আজ এক ঘর পিছিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত বাতাসের মানদণ্ড অনুযায়ী ২৮০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। মানের দিক বিবেচনায় যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

AQI

এদিকে, ৪২৫ স্কোর নিয়ে আজ এই তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বাতাসের মানদণ্ড অনুযায়ী যা ‘বিপজ্জনক’ বা ‘দুর্যোগপূর্ণ’ বলে মনে করা হয়। এছাড়া ১৯৮ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয় তৃতীয় এবং ১৮৭ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের দিল্লি।

প্রতিষ্ঠানটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভাল’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়।