লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে ওরিয়েন্টেশন

এক্সপোর্ট কম্পেটিটিভনেস ফর জবস (EC4J) প্রকল্প থেকে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উদ্যোক্তাদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করা হয়। বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে আসন্ন ১৩-১৬ মার্চ অনুষ্ঠিতব্য কমেক্স সিঙ্গাপুর ২০২৫-এ অংশগ্রহণের জন্য প্রস্তুতি নেয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

ঢাকার বনানী ক্লাবে ৪ মার্চ (মঙ্গলবার) এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এ প্রদর্শনী সানটেক সিঙ্গাপুর কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে, বাংলাদেশ প্যাভিলিয়নে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে গৃহীত  (EC4J) প্রকল্প এ উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে মিট বাংলাদেশ শো (এমবিএস) -এর মাধ্যমে বৈশ্বিক বাজারের সাথে যোগাযোগ সৃষ্টি/সংযোগ স্থাপন করা হবে।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন (EC4J) প্রকল্পের উপ-পরিচালক ও উপসচিব ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও (EC4J) প্রকল্পের উপ-পরিচালক শেখ মোহাম্মদ আবদুর রহমান। এ ছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের কম্পোনেন্ট কোঅর্ডিনেটর-২ (প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম) মো. কামরুজ্জামান, প্রকিউরমেন্ট স্পেশালিস্ট আমিনুল ইসলাম, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. হাবিবুর রহমান এবং টেকনিক্যাল স্পেশালিস্ট আবু মেরাজ মোহাম্মদ ফুয়াদ উদ্দিন।

সেমস-গ্লোবালের চিফ কনসালটেন্ট জাবেদ আহমেদ ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন। তিনি একটি পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) -এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। 

ওরিয়েন্টেশনে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানসমূহ হলো লাক্সফো, ওয়ালটন, লুমেন, ডেটা সফট ম্যানুফ্যাকচারিং এবং ট্রিপল এস ইলেক্ট্রনিক্স।

সেমস-গ্লোবালের লিড কন্সাল্টেন্ট কে. এম. রাফিউল মুত্তাকিন এবং ম্যানেজার, নেলসন স্বপন বিশ্বাস-সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।