কাঁকড়ার ব্যবসা করতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে ই-ট্রেড লাইসেন্স নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ১১ মার্চ বিকেলে ইস্যু করা এই লাইসেন্স অনুযায়ী, ব্যবসাপ্রতিষ্ঠানের নাম রাখা হয় ‘ট্রাম্প এসোসিয়েশন’। লাইসেন্সে ট্রাম্পের পরিচয়, বাবার নাম ফ্রেড ট্রাম্প এবং মায়ের নাম ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্প উল্লেখ করা হয়েছে, যা মার্কিন প্রেসিডেন্টের বাস্তব তথ্যের সঙ্গে মিলে যায়।
অদ্ভুত শোনালেও সত্যি, ডিএনসিসির রাজস্ব বিভাগ এই লাইসেন্সটি ইস্যু করেছে। তবে, লাইসেন্সে ট্রাম্পের হাস্যোজ্জ্বল ছবি এবং ব্যবসার ঠিকানা ঢাকার আফতাবনগরে দেওয়া হয়েছে, যা কিছুটা বিস্ময়কর। লাইসেন্সে মালিকের ঠিকানা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হলেও ব্যবসাপ্রতিষ্ঠানের ঠিকানা ঢাকার আফতাবনগরের ৪০/৪২ নম্বর বাড়িতে উল্লেখ করা হয়।
ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ই-ট্রেড লাইসেন্সের জন্য প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার ফলে ভুয়া কাগজ পত্রের মাধ্যমে লাইসেন্স ইস্যু হতে পারে, যা ট্রাম্পের নামে লাইসেন্স ইস্যুর উদাহরণ। এটি একটি পরীক্ষা হিসেবে করা হয়েছিল, যাতে জানা যায় যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভুয়া কাগজপত্র দিয়ে ই-ট্রেড লাইসেন্স ইস্যু করা সম্ভব।
ডিএনসিসির কর্মকর্তারা জানান, এখন থেকে কিছু নির্দিষ্ট ব্যবসার জন্য স্বয়ংক্রিয় লাইসেন্স ইস্যু হবে না এবং আবেদনকারীকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে।
এই ঘটনায় ডিএনসিসি রাজস্ব বিভাগের কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন এবং বলেছেন, ভুয়া লাইসেন্স বা ভুল তথ্য দিয়ে লাইসেন্স গ্রহণের প্রবণতা বন্ধ করতে তারা যথাযথ পদক্ষেপ নেবেন।