ঈদুল ফিতরের ছুটিতে গত দুই দিন শনি ও রোববার (২৮ ও ২৯ মার্চ) প্রায় ৪১ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। রোববার (৩০ মার্চ) বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত দুইদিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এরমধ্যে ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ এবং ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারীকারী ঢাকা ছেড়েছেন।
ওই দুই দিনে রাজধানীতে প্রবেশ করেছেন ১২ লাখের বেশি সিম ব্যবহারকারী। এরমধ্যে ২৮ মার্চ ৬ লাখ ১২ হাজার ৩৩২ এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিম ব্যবহারকারী রাজধানীতে প্রবেশ করেছেন।
ঢাকা ছেড়ে যাওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৮ লাখ ১৬ হাজার গ্রামীণফোনের সিম ব্যবহারকারী। এছাড়া রবির ৪ লাখ ৪৭ হাজার ৬৭৬টি, বাংলালিংকের ৫ লাখ ৩৮ হাজার ২৯৬টি, টেলিটকের ৯৭ হাজার ৬৩টি সিম ব্যবহারকারী এদিন ঢাকা ছেড়েছেন।
অন্যদিকে ঢাকায় প্রবেশ করাদের মধ্যে গ্রামীণফোনের সিম ব্যবহারকারী দুই লাখ ১০ হাজার ৭৩৫ জন, রবির ১ লাখ ২০ হাজার ৬৪৯, বাংলালিংকের দুই লাখ ১২ হাজার ৬০৪, টেলিটকের ৬৮ হাজার ৩৪৪টি।
প্রেস সচিবের দেওয়া তথ্যমতে, শনিবার (৩০ মার্চ) ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।