রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় রিজিয়া বেগম (৫০) নামে এক নারীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে।
বুধবার (৭ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দগ্ধ অবস্থায় রিজিয়া বেগমকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, বুধবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে দগ্ধ অবস্থায় এক নারীকে জরুরি বিভাগে আনা হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।
রিজিয়া বেগম জানান, বিকেলে স্বামী আবু সাঈদ তাকে মারধর করেন এবং টাকা দাবি করেন। তিনি বোতল বিক্রি করে কিছু টাকা দিয়েছিলেন, তবে আবু সাঈদের আরো টাকা দরকার ছিল। টাকা না পেয়ে স্বামী কেরোসিন এনে তার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।