রামপুরায় মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সার্জেন্ট আহত

রাজধানীর রামপুরা ব্রিজের ঢালে সিগন্যাল অমান্য করা মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন রাজু (৩৫) নামে এক পুলিশ সার্জেন্ট গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ফাহিম (২০) ও আরোহী আসিফ মজুমদারকে (২০) আটক করা হয়েছে।

বুধবার (১৪ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত সার্জেন্টকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেলে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হারুন অর রশিদ।

তিনি বলেন, বিকেলে রামপুরা টিভি সেন্টারের পাশে ডিউটি করছিলেন সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু। এ সময় দুই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিগন্যাল দেন তিনি। তারা সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে যাওয়ার সময় সার্জেন্ট আনোয়ারের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে সার্জেন্ট আনোয়ার গুরুতর আহত হন। 

তিনি আরও বলেন, মোটরসাইকেল চালক ফাহিম ও আসিফ মজুমদারকে আটক করে রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। তারা দুজনই ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন ফাহিম।

এ ঘটনায় রামপুরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল আজিজ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সার্জেন্ট আনোয়ার হোসেন রাজু ২০১৫ সালে পুলিশে যোগদান করেন এবং ২০২৪ সালে তার ডিএমপিতে পোস্টিং হয়। তার বাড়ি নোয়াখালীর সেনবাগের পূর্ব লালপুর গ্রামে। তার বাবা রফিক মিয়া।