রাজধানীতে আবারও নেমেছে বৃষ্টি। শনিবার (৩১ মে) বেলা ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। এর আগে, সকাল থেকে আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। বেলা সাড়ে ১১টার দিকে মেঘের আড়ালে ঢাকায় পড়তে শুরু করে রোদ। এর আধাঘণ্টা পরই মুষল ধারে নামে বৃষ্টি।
নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার মোট ১৯৬ মিলিমিটার বৃষ্টিপাত হয় রাজধানী ঢাকায়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস বলছে, আজ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছিলো সংস্থাটি।
এদিকে, হঠাৎ বৃষ্টিতে পথচারীদের দুর্ভোগের মধ্যে পড়তে দেখা গেছে। কারওয়ান বাজার, শাহবাগ ও আশেপাশের এলাকায় হালকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি ঝরছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকায় জন্য পূর্বাভাসের তথ্যে বলা হয়েছে, ঢাকায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ বিরাজ করতে পারে। তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একইসাথে বাড়তে পারে দিনের তাপমাত্রাও।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।