রাজধানীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসিকুল ইসলাম (৭৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার ( ১ জুন) ভোর পৌনে ৫টার দিকে শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, ভোরে ওই ব্যক্তি শান্তিনগর মোড়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে আহত হন তিনি। খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে মাহফুজ বিন তাসিফ বলেন, তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। রমনার সিদ্ধেশ্বরী এলাকায় ভাড়া থাকেন তারা। তার বাবা অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। প্রতিদিনের মতো রোববার ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন। পরে পুলিশের মাধ্যমে খবর পান বাবা হাসপাতালে আছেন। পরে হাসপাতালে তার মরদেহ দেখতে পাই।