সাবেক সংবাদ পাঠিকার অস্বাভাবিক মৃত্যু, পুলিশের তদন্ত শুরু

সাবেক সংবাদ পাঠিকা সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হাতিরঝিল থানা পুলিশ রোববার (৮ জুন) তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়। তার আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, সাবেক এই সংবাদ পাঠিকার অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে হাতিরঝিল থানা পুলিশ। এরই মধ্যে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে থানায়।

সোমবার (৯ জুন) হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা মরদেহের বিষয়ে জানানোর পর পরই আমরা তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই।

‘মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরেই জানা যাবে তার মৃত্যুর আসল কারণ। মরদেহ এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, সেখানে তদন্ত করা হবে। ঘটনার রহস্য উদঘাটন করতে আমাদের একাধিক টিম কাজ করছে।’

পরিবারের বরাতে পুলিশ সূত্র থেকে জানা যায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।