শিক্ষক পদে নিয়োগের দাবি

আবারও এনটিআরসি কার্যালয় ঘেরাও

শিক্ষক পদে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) কার্যালয় ঘেরাও করেছেন ১৭তম নিবন্ধনের আবেদন বঞ্চিতরা।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয় ঘেরাওয়ের কারণে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।

এ সময় ৩৫ ঊর্ধ্বরা নিজেদের করোনার প্রকৃত ক্ষতিগ্রস্ত উল্লেখ করে নিয়োগের জন্য দাবি জানান। 

তারা বলছেন, বেসরকারি স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক নিয়োগের লক্ষ্যে ২০০৫ খ্রিষ্টাব্দে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত মোট ১৭টি নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এনটিআরসিএ এক বছরের পরীক্ষা ৪ বছরের বেশি সময় অতিবাহিত করার ফলে ১৭তম নিবন্ধনে ৭৩৯ জন ৩৫ ঊর্ধ্বে হওয়ায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেননি। তারা বলছেন আইনগত জটিলতা কেটে যাওয়ার পরও নিয়োগ দিতে 

জানা যায়, ১৭তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে করোনা মহামারি ও এনটিআরসিএ দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল পর্যন্ত মোট ৪ বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফল প্রকাশ করে ২০২৩ খ্রিষ্টাব্দের ২৮ ডিসেম্বর। 

এমতাবস্থায় ১৭তম নিবন্ধনধারীদের নিয়োগের নিমিত্তে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে তাদের বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই সময়ক্ষেপণের (যা ৭৩৯ জন আওতার বাইরে ছিল) বিষয়টি বিবেচনায় গ্রহণ করা হয়নি। অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হয়নি।