জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে শাহবাগে জড়ো হন তারা।

জুলাই সনদের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর মধ্যে ভিন্নমত থাকলেও, 'জুলাই যোদ্ধাদের' এই পদক্ষেপ তাদের দাবির প্রতি দৃঢ় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

জুলাই যোদ্ধাদের ভাষ্য, জুলাই সনদ আমাদের দাবি নয়, এটি আমাদের অধিকার। এখনো জুলাই সনদ না হওয়ায় আহত ও শহিদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এই দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি।

জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তেরি করে অবস্থান করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জুলাই যোদ্ধারা।

এদিকে অবরোধের কারণে শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে নিরাপত্তা জোরদারে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।