ভিন্নমতের ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সিজিএসের ‘পলিটিক্সল্যাব’

তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ ও গণতান্ত্রিক চর্চাকে উৎসাহিত করতে ‘পলিটিক্যাল আইডিওলজি ও ফাউন্ডেশনস অব ডেমোক্রেসি’ শীর্ষক কর্মশালা ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) ফ্রেডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন- সিজিএস-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিজিএস-এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী এবং এফইএস বাংলাদেশ-এর প্রোগ্রাম অ্যাডভাইজার সাধন কুমার দাস। কর্মশালাটি সঞ্চালনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক আলতাফ পারভেজ।

আয়োজকরা জানান, তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যে মতাদর্শগত বোঝাপড়া ও সহনশীলতা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এছাড়াও দেশের তরুণ রাজনৈতিক কর্মীদের মধ্যে মতাদর্শগত সংলাপকে উৎসাহিত করা এবং গণতান্ত্রিক সহাবস্থান ও বহুত্ববাদের চর্চা জোরদার করা হবে।