বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার পাইপলাইন স্থানান্তর প্রকল্পের কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চিটাগাং রোড, সারুলিয়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৩ আগস্ট)  এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকল্পের আওতায় স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ি, সানারপাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকাতেও গ্যাস থাকবে না। পাশাপাশি ডিএনডি বাঁধের আশপাশে স্বল্পচাপের সমস্যা হতে পারে।

তিতাস গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।