ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় বিশ্বের ১২৫ শহরের মধ্যে আজ ২৬ নম্বরে রয়েছে ঢাকা। বায়ুমানে ৬৬ স্কোর নিয়ে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার আপডেটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার এ তথ্য জানায়। 

এদিকে, ১৬৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। দ্বিতীয় স্থানে থাকা গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসার স্কোর ১৪৯। এছাড়াও ১২৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি এবং ১১৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিলের সাও পাওলো।

air

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।