বিস্ফোরণে দগ্ধ মেজবাহ মারা গেছেন

রাজধানীর গেন্ডারিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেজবাহ উদ্দিন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।

বিস্ফোরণে দগ্ধ মেজবাহর শ্বাসনালি পুড়ে যায় এবং তার শরীরের ১০০ শতাংশই দগ্ধ হয়, যা শেষ পর্যন্ত প্রাণঘাতী হয়ে দাঁড়ায়। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন মেজবাহর বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগম (৫০) দগ্ধ অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে মোসলেম উদ্দিনের ৯০ শতাংশ এবং সালমা বেগমের ৫৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

গেন্ডারিয়ার জনবহুল এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারের এমন বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনা নতুন করে নগরের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, কিছুদিন ধরেই ট্রান্সফরমারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার দ্রুত তদন্ত করে দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাচ্ছেন, পাশাপাশি রাজধানীর সব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমার ও লাইন দ্রুত সংস্কার ও আধুনিকায়নের আহ্বান জানিয়েছেন।