ঢাকার বাতাসে আজ স্বস্তির ছোঁয়া

বৃষ্টিপাতের কারণে ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ৬০ স্কোর নিয়ে ৪৭তম স্থানে রয়েছে ঢাকা। ফলে ঢাকার বাতাসে আজ স্বস্তি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য জানানো হয়।

আইকিউএয়ার জানায়, এ সময়ে ঢাকার একিউআই (বায়ুমান সূচক) স্কোর ছিল ৬০, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য এটি এখনও সতর্কতামূলক। তাদের জানালা বন্ধ রাখা ও বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যার স্কোর ১৭৩-‘অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে উগান্ডার কামপালা (১৬৩) এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা (১৫৪)। এ শহরগুলোর বাতাস নাগরিকদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

একিউআই স্কোর ০-৫০ হলে ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ অস্বাস্থ্যকর, ২০১-৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-৪০০ ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়।

বায়ুমানের এই উন্নতির পেছনে সাম্প্রতিক বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন পরিবেশ বিশ্লেষকরা। তবে তারা সতর্ক করেছেন, আবহাওয়ার পরিবর্তনজনিত এ ধারা স্থায়ী না-ও হতে পারে, তাই দূষণ রোধে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন।