রাজধানীর ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫৬৭ মামলা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার (৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে এ মামলা দায়ের করা হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির ট্রাফিক বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ৫৬৭টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ৩২০টি গাড়ি ডাম্পিং ছাড়াও ১৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। সব গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন ।