রাজধানীতে মুষলধারে বৃষ্টি-বজ্রপাত, ভোগান্তিতে জনজীবন

ঢাকায় মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি ও বজ্রপাত সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত থেমে নেই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীজুড়ে চলছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি বিপদে; পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ও অফিসগামীরা।

সকাল ৭টায়ও ঢাকার আকাশ ছিল ঘন মেঘে আচ্ছন্ন। সূর্যের দেখা মেলেনি। ফলে দিনের আলো থাকা সত্ত্বেও চারপাশে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কর্মব্যস্ত শহরে জনজীবন কিছুটা থমকে গেছে।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশ কিছু এলাকার সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়েছিল, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রোববার সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়া অধিদপ্তর যে ১২০ ঘণ্টার পূর্বাভাস প্রকাশ করে, তাতে বলা হয় সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার এমন অবনতির কারণে নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। বিশেষ করে খোলা জায়গা ও জলাবদ্ধ এলাকায় চলাচলের সময় বজ্রপাতের ঝুঁকি এড়াতে বলা হয়েছে।