‘সুপারব্যান্ডস’ সম্মাননা পেলো গাজী পাম্পস অ্যান্ড মটরস

কৃষি, শিল্প ও অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয়বারের মতো ‘সুপারব্র্যান্ড সম্মাননা পেলো গাজী পাম্পস অ্যান্ড মটরস।

গত শনিবার (২০ সেপ্টেম্বর) হোটেল লা মেরিডিয়ানে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ‘সুপারব্র্যান্ডস বাংলাদেশ’ দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোকে সম্মাননা প্রদান করে। গাজী পাম্পস অ্যান্ড মটরসের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন বদরুল আলম খান (গ্রুপ ডিরেক্টর), মো. আশরাফ উদ্দিন (চিফ অপারেটিং অফিসার), মনজুর আহমেদ তালুকদার (ডিজিএম, একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স), মো. মোশাররফ হোসেন (ডিজিএম, সেলস্ অ্যান্ড মার্কেটিং), মো. খালেদ রহিম (হেড অব এইচআর অ্যান্ড এডমিন), আবুল কাউসার মোহাম্মদ সালাউদ্দিন (এজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (ন্যাশনাল সেলস ম্যানেজার) এবং হাসান হাসিবুর রহমান রিশাত (হেড অব ডিজিটাল মার্কেটিং)।

জানা যায়, গাজী পাম্পস্ এন্ড মটরস্ বাংলাদেশের মানুষের ব্র্যান্ড- যা দেশের পানি সরবরাহের মান উন্নয়ন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শিল্প খাতে সেবা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আস্থা, নির্ভরতা, উৎকৃষ্ট পণ্যমান ও দ্রুত বিক্রয়োত্তর সেবার প্রতীক হিসেবে গাজী পাম্পস অ্যান্ড মটরস দীর্ঘদিন ধরে পানির পাম্পস ও মটরস্ খাতে শীর্ষস্থান ধরে রেখেছে। প্রায় ২৫ বছর ধরে গাজী পাম্পস্ অ্যান্ড মটরস্ অটল নিষ্ঠা ও অবিচল মানসিকতা নিয়ে বাংলাদেশের উন্নয়নে রাখছে গুরুত্বপূর্ণ অবদান এবং অঙ্গীকার ও উৎকর্ষতার মাধ্যমে নিশ্চিত করছে প্রতিটি গ্রাহক যেন পায় সঠিক ও মানসম্মত পণ্য।

গাজী পাম্পস অ্যান্ড মটরস বাংলাদেশজুড়ে নিরবচ্ছিন্ন পানির সরবরাহ নিশ্চিত করা এবং মানুষের জীবনমান উন্নত করার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করে। সকল প্রকারের পাম্প বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে প্রতিষ্ঠানটি আজ কৃষি, বাসস্থান ও শিল্পখাতে নির্ভরযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে পাম্প ও মটরের চাহিদাও দ্রুত বেড়েছে। ২০২৫ সালে এই বাজারের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০০০+ কোটি টাকায়, যার চালিকাশক্তি ছিল সরকারি, বেসরকারি ও জনখাতের ব্যাপক চাহিদা। এই ক্রমবর্ধমান বাজারে দুই যুগেরও বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রেখেছে গাজী পাম্পস অ্যান্ড মটরস।

গাজী পাম্পস অ্যান্ড মটরস ধারাবাহিকভাবে গুণগতমান নিশ্চিতকরণ ও প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে, যার ফলে বাংলাদেশে পাম্প ও মটর সেক্টরে শীর্ষ পছন্দে পরিণত হয়েছে।