নেত্রকোনা জেলার মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুল হক ওরফে আবু তাহের (৭০) ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।
তিনি জানান, মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মৃত আবু তাহেরের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়। গত ৩১ জুলাই কারাগারে অসুস্থ হয়ে পড়লে, পরে কারা-চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। তার কয়েদি নম্বর ৮৩৫৩/এ। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ১২ আগস্ট নেত্রকোনা পুলিশ তাকে গ্রেপ্তার করে।