রাজধানীর একটি বস্তিতে মাদক অভিযান শেষে ফেরার পথে কারবারিদের হামলায় মুগদা থান পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত এসআই রাসেলকে উদ্ধার করে রাত সোয়া ৮টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
তিনি বলেন, ‘মাদক অভিযান শেষে ফেরার পথে অতর্কিতভাবে মাদক কারবারিরা পেছন থেকে হঠাৎ বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে এসআই রাসেল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে পাঠানো হয়।’
বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এখনও তার জ্ঞান ফেরেনি বলেও জানান ওসি।
সাজেদুর রহমান আরো বলেন, ‘আমরা তাকে (এসআই) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। কে বা কারা হামলা করেছে, তাদের সন্ধান এখনও পাইনি। সহকর্মীকে চিকিৎসা করিয়ে পরে এই ঘটনার বিস্তারিত খোঁজখবর নিতে হবে।’